গল্প: “ছোট্ট পাখির স্বপ্ন”
এক ছিলো ছোট্ট একটা পাখি। তার নাম ছিলো টুকটুকি। সে এক পাহাড়ের গায়ে এক পুরনো আমগাছের ডালে বাসা বেঁধে থাকতো তার মায়ের সঙ্গে।
টুকটুকি সবসময় আকাশে উড়ে বেড়াতে চাইতো, দূর দূর দেশ দেখতে চাইতো। কিন্তু তার মা বলতো, “তুমি এখনো ছোট, আগে ডানা মজবুত হও, তারপর উড়বে।”
একদিন সাহস করে টুকটুকি ডানায় জোর দিলো, আর ছোট্ট একটা ঝাঁপ দিলো। প্রথমে একটু হোঁচট খেলেও, তারপর ঠিকই আকাশে ভেসে উঠলো। সেদিন সে পাহাড়ের ওপাশে সূর্য ডোবার দৃশ্য দেখলো, নীচে নদীর কলকল ধ্বনি শুনলো, আর বুঝলো — স্বপ্ন সত্যি হয়, যদি সাহস করে এগিয়ে যাওয়া যায়।
সন্ধ্যেবেলা সে ফিরে এল মায়ের কোলে। মা তাকে জড়িয়ে ধরলো, আর বললো, “আজ তুই বড় হলি রে, টুকটুকি।”
তুই কী ধরনের গল্প পছন্দ করিস — রূপকথা, পশুদের গল্প, না কি মজার কোন ঘটনা?
1 Comments
Like
ReplyDelete